তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব - প্রথম অধ্যায়



______________________________________________________________________________________________________________
১।   তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে লেখ।
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির এক ধরনের একীভূত অবস্থাকে বুঝি। টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক ও তৎসম্পর্কিত সফ্টওয়্যার, তথা সংরক্ষণ, অডিও-ভিডিও সিস্টেম ইত্যাদির সমন্বয়ে গঠিত এ ব্যবস্থার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য গ্রহণ, সংরক্ষণ, সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারেন। এর ব্যপক ব্যবহারের ফলে বর্তমানে বিশ্ব মানুষরে জন্য শ্রেয় হতে শ্রেয়তর হচ্ছে।  সাধারণ মানুষের ব্যাক্তিগত কাজ থেকে রাষ্ট্রের বড় বড় কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবাধ ব্যবহার হচ্ছে।এখন অনেক কাজ সহজ হয়ে গেছে এবং নতুন কাজ সৃষ্টি হচ্ছে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে।



২।   আউটসোর্সিং বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর : ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ঘরে বসে অন্যদেশের কাজ করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ, যেমন-ওয়েব সাইট উন্নয়ন, রক্ষনাবেক্ষণ, মাসিক বেতন ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফ্টওয়্যার তৈরি ইত্যাদি অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করে থাকে। এটিকে বলা হয় আউটসোর্সিং। ইন্টারনেট সংযোগ থঅকলে যে কেউ এ ধরনের কাজের সংগে যুক্ত হতে পারে। এক্ষেত্রে কাজের দক্ষতার পাশাপাশি ভাষা দক্ষতাও সমান ভাবে প্রয়োজন হয়। এই সকল কাজ ইন্টারনেটে অনেক সাইটে পাওয়া যায়। এর মধ্যে কয়েকটি জনপ্রিয় কয়েকটি হলো ওডেস্ক, ফ্রিলেন্স, ইল্যান্স, ইত্যাদি।

৩।   ব্রডকাষ্ট পদ্ধতি বলতে কী বোঝ?
উত্তর: ব্রডকাষ্ট হলো যোগাযোগ করার একটি স্বীকৃতি পদ্ধতি। যখন একজন বা একটি প্রতিষ্ঠান একমুখী পদ্ধতিতে অনেকের সাথে যোগাযোগ করে সেটাকে ইংরেজিতে বলে ব্রডকাস্ট। রেডিও টেলিভিশন তার সবচেয়ে সহজ উদাহরণ- যেখানে রেডিও বা টিভি স্টেশন থেকে সবার জন্য অনুষ্ঠান প্রচার করা হয়। যাদেও জন্য অনুষ্ঠান প্রচার করা হয়, তারা কিন্তু পাল্টা যোগাযোগ করতে পারেনা। কোনো কোনো লাইভ অনুষ্ঠানে দর্শক বা শ্রোতাদের অবশ্য ফোন করে যোগাযোগের সুযোগ দেওয়া হয়। যেখানে লক্ষ লক্ষ শ্রোতাদের মধ্যে থেকে দু একজন যোগাযোগ করতে পারে, কাজেই এটি আসলে একমুখী ব্রডকাস্টই থেকে যায়। ব্রডকাস্ট পদ্ধতির যোগাযোগের আরেকটি উদাহরণ হচ্ছে খবরের কাগজ এবং ম্যাগাজিন।

৪।   টেলিমেডিসিন কী? ব্যাখ্যা কর।
উত্তর: টেলিমেডিসিন হচ্ছে টেলিফোন বা মোবাইল ফোনের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়া। আমাদের দেশে এখনো ডাক্তারের সংখ্যা বেশি নয়। নানা কারণে এই ডাক্তারদের অনেকেই বড় শহরে থাকতে পছন্দ করেন, তাই অনেক সময়েই দেখা যায় ছোট শহরে বা গ্রামে অভিজ্ঞ ডাক্তারদের অভাব। ভবিষ্যতে এক সময়ে হয়তো দেশের সব অঞ্চলেই চিকিৎসার ব্যবস্থা থাকবে, কিন্তু যতদিন আমরা সে অবস্থায় পৌছাতে পারছিনা ততদিন আমাদেরকে সাহায্য করতে এসছে টেলিমেডিসন নিয়ে। আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান টেলিমেডিসিন সাহায্য নিয়ে এসেছে। যখন হাতের কাছে কোনো ডাক্তারকে জরুরি কিছু জিজ্ঞেস করার উপায় নেই, তখন টেলিমেডিসিন ব্যবহার করে ডাক্তারের সাহায্য নেওয়া যায়।



৫।   গবেষণায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লেখ।
উত্তর: তথ্য প্রযুক্তির  কারণে গবেষণার জগতে শুধু যে একটা বিশাল উন্নতি হয়েছে তা নয় বলা যেতে পাওে এখানে সম্পূর্ণ নতুন একটা মাত্রা যোগ হয়েছে । মানুষ এখন সাহিত্য, শিল্প বা সমাজবিজ্ঞান অথবা গণিত, প্রযুক্তি আর বিজ্ঞান, যা নিয়েই গবেষণা করুক না কেন তারা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়া সেই গবেষণার কথা চিন্তাও করতে পারে না। বর্তমানে সকল বৈজ্ঞানিক কর্মকান্ডে কম্পিউটারের ওপর নির্ভরশীল। পদার্থের অণু-পরমাণুর গঠন প্রকৃতি, রাসায়নিক দ্রব্যের বিচার বিশ্লেষণে, জটিল গাণিতিক হিসাব নিকাশে, প্রাণিকোষের গঠন প্রকৃতি বিশ্লেষণে, ঔষধের মান নিয়ন্ত্রণে, সূর্যের আলোকমন্ডল ও বর্ণমন্ডলের মৌলিক পদার্থের  অবস্থান নির্ণয়ে কম্পিউটার একটি অত্যাধুনিক প্রযুক্তি। মহাকাশযান ডিজাইন, পাঠানোর পরিকল্পনা ও বাস্তবায়ন কম্পিউটার দ্বারা দ্রুত সমাধান করা হয়।



৬। FPGA বলতে কী বোঝ?
উত্তর:FPGA হলো এক ধরনের প্রোগ্রামযোগ্য লজিক চিপ। যার পূর্ণ রূপ হলো –Field Programmable Array । কম্পিউটার বলতেই আমাদের চোখের সামনে যে ছবিটি ভেসে উঠে, আজকাল তার চাইতে অনেক ছোট কম্পিউটার তৈরি হয়েছে। কম্পিউটারের মতো কাজ করেতে পারে সেরকম ছোট ছোট মাইক্রো কন্ট্রোলার, FPGA, PLA ইত্যাদি তৈরি হয়েছে। যন্ত্রের ভেতর সেগুলো বসিয়ে দিয়ে যন্ত্রগুলোকে অনেক স্বয়ক্রিয় করে দিয়ে গবেষণার পুরো কাজটি অনেক সহজ করে দেওয়া হয়।


৭। ই-পর্চা বলতে কী বোঝ?
উত্তর: ই-পর্চা একটি সেবা প্রক্রিয়া যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে জনগণকে জমি জমা সংক্রান্ত সেবা প্রদান করা হয়। দেশে বিভিন্ন অঞ্চলে ই-সেবা কেন্দ্র স্থাপন করে এ সেবা দেওয়া হয়। জমি-জমার রেকর্ড সংগ্রহের জন্য পূর্বে অনেক হয়রানি হতো, বর্তমানে দেশের ৬৪টি জেলায় ই-সেবা কেন্দ্রথেকে এই দলিল সহজে সংগ্রহ করা যায়। এ জন্য অনলাইনে আবেদন করে আবেদনকারী জমিজমা সংক্রান্ত বিভিন্ন দলিল যেমন-এসএ, সিএস, বিএস, বিআরএস-এর নকল/পর্চা/খতিয়ান কিংবা সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে পারে। এর ফলে জনগন সহজে সেবা পাচ্ছেন। অন্যদিকে সেবা প্রদানের সময় তথ্যাদিসমূহ ডিজিটালকৃত হয়ে যাচ্ছে ফলে ভবিষ্যতে তথ্য প্রাপ্তির পথ সহজ হচ্ছে।

৮।ই-বুক বলতে কী বুঝ?
উত্তর:ই-বুক এর পূর্ণনাম হলো ইলেক্ট্রনিক বুক। অর্থাৎ কাগজে প্রিন্ট করা বই এর ডিজিটাল ভার্সন হলো ই-বুক। কম্পিউটার ও ই-বুক রিডারের মাধ্যমে ই-বুক ব্যবহার করা হয়। এটি অত্যান্ত সুবিধাজনক এবং ঝামেলা মুক্ত। বাইরের দেশে এটি ব্যপক আকারে প্রচলিত থাকলেও আমাদের দেশে এর ব্যবগার সর্ব সাধারণ পর্যায়ে পৌছায়নি। এর ব্যপক প্রসারের উদ্দেশ্যে ইতিমধ্যে ব্যপক কর্মসূচি নেয়া হয়েছে। আমাদেও দেশে সকল পাঠ্যপুস্তক অনলাইনে সহজে প্রাপ্তির জন্য সরকারি ভাবে একটি ই-বুক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। www.ebook.gov.bd এতে ৩০০টি পাঠ্যপুস্তক ও ১০০টি সহায়ক পুস্তক রয়েছে।



৯। ব্যবসা-বাণিজ্যে বিপনন ও প্রচারে আইসিটির প্রয়োগ আলোচনা কর।

উত্তর: ব্যবসা করেত হলে পণ্য বা বিপনন এবং প্রচারে আইসিটি প্রয়োগের ফলে বিপণনে ও নতুন মাত্রা যোগ করা সম্ভব হয়েছে। উক্ত ক্ষেত্রগুলো হলো-
১।  বাজার বিশ্লেষণ : যে কোনো নতুন পণ্য বা সেবা বাজারে চালু করার পূর্বে এ বিষয়ে বর্তমান বাজার 
       সম্পর্কে জানার প্রয়োজন । আইসিটির মাধ্যমে এই সকল কাজ দ্রুততার সঙ্গে করা সম্ভব।
২।  প্রতিবন্ধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ: প্রতিবন্ধী পণ্য ও সেবা সম্পর্কে সহজে তথ্য সংগ্রহ করা যায়।
৩।  সরবরাহ: জিপিএস বা অনুরূপ ব্যবস্থাদির মাধ্যমে কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা যায়
৪।   প্রচার: ওয়েবসাইট, ব্লগ কিংবা সামাজিক যোগাযোগের সাইটের মাধ্যমে স্বল্পমূল্যে এবং কখনো 
       কখনো পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যায়।

১০।  ই-মেইল অ্যাড্রেস বলতে কী বোঝ?
উত্তর: একসময় মানুষের নামটিই ছিল পরিচয়। এখন নামের পাশাপাশি আরেকটি পরিচয় খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, সেটি হচ্ছে তার ই-মেইল অ্যাড্রেস। কয়েকটি অক্ষর দিয়ে একটি ই-মেইল অ্যাড্রেস তৈরি হয় এবং এটি দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ যোগাযোগ করতে পারে। পৃথিবীর মানুষের ভেতর এখন যোগাযোগের বেশির ভাগই হয়ে থাকে ই-মেইলের মাধ্যমে। অর্থাৎ ই-মেইল অ্যাড্রেস হলো ইন্টারনেটের  মাধ্যমে যোগাযোগ করার একটি পরিচয়। ইন্টারনেটের তথ্য আদান প্রদান করার কাজে ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করা হয়। কয়েকটি অক্ষর দিয়ে একটি ই-মেইল অ্যাড্রেস তৈরি করা হয়।



১। প্রতি এক হাজার ইন্টারনেট সংযোগের জন্য কতটি নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়?
(ক) ৭৫ হাজার        (খ) ৮০ হাজার      (গ) ৮৫ হাজার        (ঘ) ৯০ হাজার
 

২। কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে? 
(ক) কম্পিউটার        (খ) ইন্টারনেট    (গ) মোবাইল ফোন    (ঘ) অপটিক্যাল ফাইবার

৩।    সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে-
i.    সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে
ii.    সরকারি সেবার মান উন্নয়ন হবে
iii.    সরকারি কাজে জনগণের অংশগ্রণ নিশ্চিত হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i            (খ) i ও ii       (গ) ii ও iii        (ঘ) i,ii ও iii
 

৪। নতুন পৃথিবীর সম্পদ কী ?
(ক) তথ্            (খ) উপাত্ত       (গ) কম্পিউটার        (ঘ) ইন্টারনেট

৫। মোবাইল ফোনের বিল পরিশোধের জন্য দেশে প্রায় কত সহস্রাধিক বিল পরিশোধ কেন্দ্র গড়ে উঠেছে ?
(ক) তিরিশ সহস্রাধিক        (খ) চল্লিশ সহস্রাধিক     (গ) ১০ সহস্রাধিক            (ঘ) ২০  সহস্রাধিক
  
৬।    অনলাইনে ট্রেনের টিকেট কেনার জন্য ব্যবহৃত মাধ্যম কোনটি?
    (ক) লোকাল টক          (খ) ইন্ট্রানেট       (গ) ফ্যাক্স         (ঘ) ইন্টারনেট


৭।    একস্থান থেকে অন্যস্থানে টাকা পাঠানোর যায় নিচের কোনটির সাহায্যে?
    (ক) টেলিভিশন        (খ) ফ্যাক্স      (গ) রোবট        (ঘ) মোবাইল


৮।    ব্যাংকের এটিএম মেশিন ব্যবহার করে কী করা যায়?
    (ক) নগদ অর্থ তোলা যায়          (খ) নগদ অর্থ জমা দেওয়া যায়   (গ) যেকোনো পাণ্য ক্রয় করা যায়     (ঘ) যে কোনো পণ্য বিক্রয় করা যায়
 

৯।    মুক্তিযুদ্ধের সময় নিচের কোন গানটি সংকেত হিসেবে আকাশবাণী রেডিওতে প্রচার হয়েছিল?
(ক) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি    (খ) আমি তোমায় যত শুনিয়েছিলাম গান

(গ) জয় বাংলা, বাংলার জয়                                      (ঘ) সব কটা জানালা খুলে দাও
 

১০। সংযুক্তিই উৎপাদনশীলতা-উক্তিটি কার?
(ক) ড. ইকবাল হোসেন        (খ) আ.স.ম আবদুর রব       (গ) ড. ইমন হোসেন        (ঘ) ড. ইকবাল কাদির

১১। বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা কত?
(ক)  ৯ কোটি            (খ) সাড়ে ৯ কোটি     (গ) ১০ কোটি            (ঘ)  ১২ কোটি

১২। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মসের ওয়েবসাইট কোনটি?
(ক) www.roc.gov.bd                   (খ) www.registrar..gov.bd    
(গ) www.reg.joint.gov.bd           (ঘ) www.roc.farms.gov.bd    
 

১৩। নিচের কোনটির মাধ্যমে কোনো একটি স্থানের অবস্থান জানা যায়?
(ক) EDGE     (খ) NIC        (গ) GPRS    (ঘ) GPS
 

১৪। বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি কোনটি?
(ক) টেলিভিশন    (খ) ক্যামেরা    (গ) মোবাইল    (ঘ) কম্পিউটার
 

১৫। ওলফ্রামআলফা এটি একটি-
(ক) সফ্টওয়্যার    (খ) ওয়েবসাইট    (গ) ভিডিওগেম    (ঘ) থ্রিডিমুভি 

১৬।    স্বয়ংক্রিয় ইন্টারেকটিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করা হয় কোনটিতে?
    (ক) মালামাল সু-সজ্জিতকরণে             (খ) গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব প্রদানে
    (গ) হিসাব-নিকাশে                                (ঘ) ভিডিও এডিটিং-এ


১৭।    টেলিমেডিসিন হচ্ছে-
(ক) টেলিফোন বা মোবাইলের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়া    (খ) ইন্টারনেটের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়া
(গ) টেলিফোন এ কথা বলা                                                    (ঘ) টেলিফোন এর সাহায্যে পণ্য বিক্রয় করা
 

১৮।    ই-বুক এর পূর্ণনাম হলো
(ক) ইলেক্ট্রনিক বুক        (খ) ইংলিশ বুক    (গ) ইন্টারনেট বুক    (ঘ) ইজি বুক
 

১৯।    ড্রপবক্স ব্যবহারের সুবিধা হলো-
i.    এটা যে কোন স্থানে খোলা যায়
ii.    এতে তথ্য গোপন ও সংরক্ষিত থাকে
iii.    সিডির মাধ্যমে বহন করা যায়
নিচের কোনটি সঠিক?

(ক) i         (খ) i ও ii    (গ) ii ও iii    (ঘ) i,ii ও iii

২০।    EPOS হলো- 
(ক) ইলেক্ট্রনিক পয়েন্ট অব সেল                                          (খ) ইলেক্ট্রনিক পয়েন্ট অপারেটিং সিস্টেম
(গ) ইলেক্ট্রনিক পাওয়ার পয়েন্ট অর্গানাইজেশন                        (ঘ) ইলেক্ট্রনিক পাওয়ার অর্গানাইজেশন সিস্টেম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন