_____________________________________________________________________________________________________________________________________________
১। ইলাস্ট্রেটর প্রোগ্রামে ফাইল মেনু থেকে চষধপব কমান্ড দিলে কোন ডায়লগ বক্স পাওয়া যাবে-
(ক) Place (খ) Replace (গ) Find (ঘ) Find & Replace
২। ফটোশপের ছবি বা ইমেজ ইলাস্ট্রেটরে স্থাপিত হওয়ার পর গোটা ছবি বা ইমেজ জুড়ে একটি চিহ্ন থাকবে। সেই
চিহ্ন কোনটি?
(ক) * (খ)
X (গ) ≠ (ঘ) =
৩। ইলাস্ট্রেটর এ ফন্ট আউটলাইন করার জন্য কী বোর্ডের কোন কীগুলো প্রেস করতে হয়?
(ক) ctrl shift O (খ) ctrl O (গ) Alt shift O (ঘ) ctrl alt O
৪। অক্ষরের আউটলাইন তৈরি করা হলে অক্ষরের প্রান্তগুলো কিসে পরিনত হয়?
(ক) পাথ (খ) অবজেক্ট (গ) লাইন (ঘ) ফিল
৫। ইলাস্ট্রেটর এ লেখার লাইনগুলোর মাঝখানে ফাঁকা জায়গাকে কি বলা হয়?
(ক) লিডিং (খ) বিডি (গ) রিডিং (ঘ) হেডিং
৬। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে লেখা সিলেক্ট করলে লেখার নিচ দিয়ে যে লাইন দেখা যায় সেই লাইনকে বলা হয়-
(ক) বেজলাইন (খ) এন্ডিং লাইন (গ) সিলেকশন লাইন (ঘ) টেক্সট লাইন
৭। বই ও ম্যাগাজিনের প্রচ্ছদ, পোস্টার, বিজ্ঞাপন, কার্ড ইত্যাদি সব কিছুতেই থাকে-
(ক) লেখার কাজ (খ) ছবি আঁকার কাজ (গ) অলংকরণের কাজ (ঘ) বাঁধাই এর কাজ
৮। ইলাস্ট্রেটর এ কয় ধরনের টাইপ টুল রয়েছে?
(ক) ৬ প্রকার (খ) ৭ প্রকার (গ) ৮ প্রকার (ঘ) ২ প্রকার
৯। টাইপ টুলের সাহায্যে লেখা বিন্যাসের কাজ করা যায়-
(ক) ৩ ভাবে (খ) ৪ ভাবে (গ) ৬ ভাবে (ঘ) ৮ ভাবে
১০। কোন টুল দিয়ে মুক্ত পাথ তৈরি করা যায়-
(ক) পেন্সিল টুল ও পেন টুল (খ) লাইন টুল (গ) ড্রইং টুল (ঘ) ডাইরেক্ট সিলেকশন টুল
১১। কোন টুলের সাহায্যে সবচেয়ে সহজ উপায়ে পাথ তৈরি করা যায়।
(ক) পেন টুলের সাহায্যে (খ) পেন্সিল টুলের সাহায্যে (গ) লাইন টুলের সাহায্যে (ঘ) ব্রাশ টুলের সাহায্যে
১২। কোন পাথের শুরু ও শেষ বলে কিছু থাকে না?
(ক) ওপেন পাথের (খ) বদ্ধ পাথের (গ) লাইন পাথের (ঘ) ড্রইং পাথের
১৩। কোন টুল ভেক্টর অবজেক্ট তৈরির প্রধানতম টুল।
(ক) রেক্টঙ্গল টুল (খ) পেন টুল (গ) পেন্সিল টুল (ঘ) আইড্রপার টুল
১৪। পাথ বা রেখা মোটা-চিকন করার পরিমাপকে কি হিসেবে উল্লেখ করা হয়-
(ক) স্ট্রোক (খ) লাইন (গ) ফিল (ঘ) আউটলাইন
১৫। পর্দায় কালার প্যালেট দেখা না গেলে উইন্ডো মেনুর কোন কমান্ড দিলে পর্দায় কালার প্যালেট উপস্থাপিত হবে।
(ক) Color (খ) Ctrl Color (গ) Palate color (ঘ) Swatch Color
১৬। কি তৈরির পর প্রয়োজন অনুযায়ী রং প্রয়োগ করতে হয়।
(ক) ফিল (খ) অবজেক্ট (গ) বর্ডার (ঘ) স্ট্রোক
১৭। লেয়ার প্যালেটের নিচের সারিতে কোন আইকোন এ ক্লিক করলে লেয়ার প্যালেটে একটি নতুন লেয়ার অন্তভূক্ত হবে।
(ক) Create New Layer (খ) Delete Layer (গ) New Layer (ঘ) Add Layer
১৮। কীবোর্ডের কোন বোতাম চেপে রেখে কোন অবজেক্ট ড্র্যাগ করলে ওই অবজেক্টের হুবহু কপি তৈরি হয়ে স্থানান্তরিত হয়।
(ক) Alt (খ) Ctrl (গ) Enter (ঘ) Back slash
১৯। কোন অবজেক্ট আনলক করার জন্য কোন কমান্ড দিতে হবে।
(ক) Release (খ) Unlock (গ) Undo (ঘ) Unblock
২০। কোন টুল দিয়ে অবজেক্টের যেকোনো অ্যাংকর পয়েন্ট সিলক্ট করে অবজেক্টের অংশ বিশেষ স্বতন্ত্রভাবে ছোট- বড় করা যায়।
(ক) ডাইরেক্ট সিলেকশন টুল (খ) সিলেকশন টুল (গ) গ্রুপ সিলেকশন টুল (ঘ) মার্কি টুল
২১। কোন টুলটিকে অনেকে সাদা তীর (White Arrow) বলে অভিহিত করে থাকেন।
(ক) সিলেকশন টুল (খ) ডাইরেক্ট সিলেকশন টুল (গ) ল্যসোটুল (ঘ) White Selection Tool
২২। সিলেকশন টুল দিয়ে কোন অবজেক্ট সিলেক্ট করলে অবজেক্টের চারদিকে আয়তকার বা বৃত্তাকার বক্স বা বাউন্ডিং বক্স তৈরি হয়। বাক্সেও চার কোণে চারটি এবং চার বাহুতে চারটি ক্ষুদ্র ফাঁপা বক্স দেয়া যায়। এ বক্সগুলোকে কি বলা হয়-?
(K) Resize Box (L) Border
Box (M) Square Box (N) Healing Box
২৩। সিলেকশন টুলকে কি বলেও উল্লেখ করা হয়?
(K) Black Arrow (L) Single Arrow (M) Arrow Up (N) Arrow down
২৪। একাধিক রেখাংশ বা সেগমেন্ট এর সমন্বয়ে গঠিত হয়-
(ক) অবজেক্টের প্রান্ত রেখা (খ) পাথ (গ) স্ট্রোক (ঘ) অবজেক্ট
২৫। কীবোর্ডের কোন বোতাম চেপে রেখে হাইফেন (-) বোতামে চাপ দিলে জুম আউট এবং সমান (=) চিহ্নের বোতামে চাপ দিলে জুম ইন এর কাজ সম্পন্ন হবে।
(ক) Alt (খ) Ctrl (গ) Enter (ঘ) Back slash
২৬। কীবোর্ডের কোন বোতাম চাপ দিলে কালার প্যালেটটি পর্দায় উপস্থাপিত হবে।
(ক) Alt (খ) Ctrl (গ) Enter (ঘ) F6
২৭। একটি অবজেক্টের প্রান্ত বা বর্ডারকে কি বলা হয়-
(ক) স্ট্রোক (খ) ফিল (গ) লাইন (ঘ) ফিদার
২৮। ইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলার পর পর্দার একেবারে উপরে যে বারটি দেখা যায় সেই বারটির নাম কি?
(ক) টাইটেল বার (খ) টুল বার (গ) স্ট্যাটস বার (ঘ) মেনুবার
২৯। কালারমোড অংশে নিচের কোন অপশনটি পাওয়া যাবে-
i)
RGB
ii)
CMYK
iii)
Grayscale
wb‡Pi †KvbwU mwVK-
(ক) i (খ) i , ii (গ) ii, iii (ঘ) i ,ii I iii
৩০। মুদ্রনের উদ্দেশ্যে কাজ করার জন্য কোন মোডে কাজ করা ভালো-
(ক) CMYK (খ) (গ) Grayscale (ঘ) Black & White
৩১। ইলেক্ট্রনিক মোডে কাজ করার জন্য কোন মোডে কাজ করা ভালো-
(ক) CMYK (খ) RGB (গ) Grayscale (ঘ) Black & White
৩২। Ctrl বোতাম চেপে রেখে আর কোন বোতাম চাপ দিলে নিউ ডায়লগ বক্স পাওয়া যাবে-
(ক) N (খ) M (গ) F6 (ঘ) F7
৩৩। কোন প্রোগ্রামে ইংরেজি ও বাংলা লেখালেখির জন্য কম্পিউটারের কী বোর্ড ব্যবহার করা ছাড়াও শিল্পীর তুলি দিয়ে লেখার মতো করেও লেখালেখির কাজ করা যায়।
(ক) ইলাস্ট্রেটর (খ) ফটোশপ (গ) পেইন্ট (ঘ) থ্রিডি স্টুডিও ম্যাক্স
৩৪। কোন প্রোগ্রামটি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়।
(ক) ফটোশপ (খ) ইলাস্ট্রেটর (গ) মাইক্রোসফ্ট অফিস (ঘ) পেইন্ট
৩৫। আমন্ত্রনপত্র, বিজ্ঞাপন ইত্যাদি ছোটবড় কাজ সহ বিভিন্ন আকারের পোস্টার, বিশাল আকারের ব্যানার, বিলবোর্ড ইত্যাদি তৈরির কাজ এখন কি ছাড়া ভাবাই যায় না।
(ক) কম্পিউটার (খ) প্রোগ্রামিং (গ) ইলাস্ট্রেটর (ঘ) প্লটার
৩৬। ইলাস্ট্রেটরের প্রধান কাজই হচ্ছে-
(ক) অঙ্কন শিল্পের কাজ (খ) ছবি আঁকার কাজ (গ) প্রচ্ছদ তৈরির কাজ (ঘ) অবজেক্ট তৈরির কাজ
৩৭। কোন ইমেজ ক্রপ করার জন্য সিলেক্ট করার পর যদি মনে হয় ক্রপ কার কাজ থেকে বিরত থাকার প্রয়োজন, তাহলে কীবোর্ডের কোন বোতাম প্রেস করলে সিলেকশন চলে যাবে।
(ক) Enter (খ)F6 (গ) Esc (ঘ) Print Screen
(ক) ছেটে ফেলা (খ) কেটে ফেলা (গ) জোড়া লাগানো (ঘ) ক্রপিং করা
৩৯। কোন লেয়ার বাতিল করার জন্য কোন কমান্ডটি প্রয়োগ করতে হবে-
(ক) Delete Layer (খ) Layer Delete (গ) Remove Layer (ঘ) Recycle Layer
৪০। যে লেয়ারের ছবি সম্পাদনার কাজ করা হয় সেই লেয়াটিকে বলা হয়-
(ক) Target Layer (খ) New Layer (গ) Ready Layer (ঘ) Image Layer
(ক) অনুজ্বল হতে পারে (খ) খুব সুন্দর হয় (গ) ডিলিট হয়ে যায় (ঘ) কম্পিউটার এ সংরক্ষণ করা যায় না
৪২। মল্টিমিডিয়া মানে-
(ক) বহু মাধ্যম (খ) দুইটি মাধ্যম (গ) ভিডিও গেমস (ঘ) থ্রিডি গেম
৪৩। এনিমেশন ও এক ধরনের -
(ক) গ্রাফিক্স বা চিত্র (খ) থ্রিডি গেমস (গ) হরর মুভি (ঘ) বায়োমেট্রিক্স পদ্ধতি
৪৪। কোনটি মল্টিমিডিয়া সফ্টওয়্যার?
(ক) মাইক্রোসফ্ট ওয়ার্ড (খ) মাইক্রোসফ্ট পাওয়ারপয়েন্ট (গ) মাইক্রোসফ্ট এক্সেল (ঘ) মাইক্রোসফ্ট এক্সেস
৪৫। মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৪
৪৬। ইলাস্ট্রেটর জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে-
(ক) ইচ্ছেমত ছবি আঁকা যায় (খ) পেনটুলের ব্যবহার (গ) অবজেক্ট সিলেক্ট করাযায় (ঘ) কালার সেপারেশন করা যায়
৪৭। অবজেক্টের প্রান্ত রেখা বা লাইন বর্ডারকে বলা হয়-
(ক) এন্ডিং লাইন (খ) স্টার্ট লাইন (গ) পাথ (ঘ) স্ট্রোক
৪৮। ফটোশপ প্রোগ্রামে কোন কমান্ড দিলে সিলেক্ট করা লেয়ার এবং ঠিক তার নিচের লেয়ার একীভ‚ত হবে।
(ক) Key Down (L) Merge Down (গ) Merge (ঘ) Blank
৪৯। ফটোশপে কোন অবজেক্ট লক করার জন্য কোন মেনু থেকে লক কমান্ড দিতে হবে।
(ক) Home (খ) Insert (M)
Object (ঘ) Lock
৫০। কোন কমান্ডের সাহায্যে সিলেকশনের বর্ডার তৈরি করা যায়।
K. Strock (খ) Pen (গ) Rectangle
Tool (ঘ) Ellipse Tool
৫১। যে লেয়ারের ছবি সম্পাদনার কাজ করা হয় সেই লেয়ারটিকে বলা হয়.
(ক) Copy Layer (খ) Target Layer (গ) Original Layer (ঘ) Duplicate layer
৫২। Feather ফেদার ঘরে কত থেকে কত পর্যন্ত বিভিন্ন পরিমাণসূচক সংখ্যা টাইপ করে অবজেক্টের প্রান্ত নমনীয়করা যায়
(ক) ০ থেকে ১০০ (খ) ১ থেকে ১৫০ (গ) ০ থেকে ২৫০ (ঘ) ০ থেকে ৩৫০
৫৩। কোন সফ্টওয়্যারের সাহায্যে লেখা, ছবি, ভিডিও, গ্রাফ ইত্যাদির সমন্বয়ে আকর্ষণীয় ভাবে তথ্যাদি উপস্থাপন
করা যায়।
(ক) ইলাস্ট্রেটর এর সাহায্যে (খ) ওয়ার্ড প্রসেসর এর সাহায্যে (গ) পাওয়ার পয়েন্ট এর সাহয্যে (ঘ) স্প্রেডশীট প্রোগ্রাম এর সাহয্যে
৫৪। প্রেজেন্টেশন এর এক একটি অংশকে বলে-
(ক) ডকুমেন্ট (খ) স্লাইড (গ) পেইজ (ঘ) টেমপ্লেট
৫৫। ফটোশপে কাজ করার জন্য কম বেশি কত প্রকার টুল আছে?
(ক) ২০ প্রকার (খ) ২৫ প্রকার (গ) ৬৯ প্রকার (ঘ) ৭০ প্রকার
৫৬। প্রতিটি লেয়ারের একেবারে বাম দিকে রয়েছে-
(ক) হাতের আইকোন (খ) তীর চিহ্ন (গ) চোখের আইকোন (ঘ) কীবোর্ড চিহ্ন
৫৭। কোথায় কাজ করার জন্য অনেক সময় অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে হয়-
(ক) ওয়ার্ড প্রসেসর এ (খ) ইলাস্ট্রেটর এ (গ) পাওয়ার পয়েন্ট এ (ঘ) ফটোশপ এ
৫৮। অপাসিটি হচ্ছে-
(ক) রঙ্গের গাঢ়ত্ব (খ) একটি আইকোন (গ) ইমেজ সিলেক্ট করা (ঘ) ইমেজ বøয়ার করা
৫৯। ডিজিটাল কন্টেনকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
(ক) ২ (ক) ৩ (গ) ৪ (ঘ)৫
৬০। একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়।
(ক) সেইভ (খ) সেইভ এজ (গ) স্টোর (ঘ) স্টোরেজ
৬১। ফ্রিল্যান্সের কাজ করার জন্য প্রয়োজন হয়
(ক) ধৈর্যের (খ) অর্থের (গ) সময় (ঘ) মোবাইল
৬২ । ওয়েব সাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন?
(ক) ডেস্কটপ পিসি (খ) ট্যাবলেট পিসি (গ) স্মার্টফোন (ঘ) ইন্টারনেট সংযোগ
৬৩। ডিজিটাল কনটেন্ট হলো-
i. ই-বুক, বøগপোস্ট ও ই নিবন্ধ
ii. ইনফো গ্রাফিকস ও এ্যানিমেটেড ছবি
iii. অডিও ও ভিডিও স্ট্রিমিং
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ওiii
৬৪। সারা দুনিয়াতেই টেক্সটের যাবতীয় কাজ এখন হয়ে থাকে-
(ক) ছাপা খানায় (খ) কাগজ কলমে (গ) কম্পিউটারে (ঘ) ডিজিটাল মেশিনে
৬৫। আদিকাল থেকেই মানুষ নিজেকে প্রকাশ করার জন্য কি ব্যবহার করছে?
(ক) বিভিন্ন মাধ্যম বা মিডিয়া (খ) কাগজ (গ) কাগজ ও কলম (ঘ) মাইক্রোফন
৬৬। মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের
(ক) অন্তরায় (খ) সমন্বয় (গ) বাধাহীনতা (ঘ) পরিপূরক
৬৭। ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া?
i) ভিডিও গেমস
ii) শিক্ষামূলক সফটওয়্যার
iii) ওয়েবপেজ
নিচের কোনটি?
(ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i , ii ও iii
৬৮। কোন একটি কর্মকান্ডে তিনটি মাধ্যমকেই একসাথে ব্যবহার করাকে বলে?
(ক) মাল্টিমিডিয়া (খ) ভিডিও (গ) গ্রাফিক্স (ঘ) ইনফোগ্রাফিক্স
৬৯। সারা দুনিয়াতেই টেক্সটের যাবতীয় কাজ এখন হয়ে থাকে-
(ক) মোবাইলে (খ) ছাপাখানায় (গ) কম্পিউটারে (ঘ) লেটারপ্রেসে
৭০। দুনিয়ার সর্বত্রই গ্রাফিক্স তৈরি, সম্পাদনা ইত্যাদি যাবতীয় কাজ এখন কি ব্যবহার করেই করা হয়।
(ক) ডিজিটাল প্রেস (খ) অটোক্যাড (গ) কম্পিউটার (ঘ) ট্যাবলেট পিসি
৭১। ভিডিও কার্যত এক ধরনের-
(ক) গ্রাফিক্স (খ) ইনফোগ্রাফিক্স (গ) গেমস (ঘ) এনিমেশন
৭২। শব্দ বা অডিও রেকর্ড, সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়া এখন -
(ক) কম্পিউটারের উপর নির্ভর করে (খ) ডিজিটাল সাউন্ড সিস্টেমের উপর নির্ভর করে (গ) MP3, MP4 ইত্যাদি উপর নির্ভর করে (ঘ) মোবাইল রেকডির্ং এর উপর নির্ভর করে
৭৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার দিন দিন-
(ক) কমেযাচ্ছে (খ) বেড়েই চলছে (গ) স্থবির হয়ে আছে (ঘ) গুরুত্বহীন হয়ে পড়ছে
৭৪। কিসের উপকরণ হিসেবে বর্তমানে মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপক-
(ক) খেলাধুলা (খ) শিক্ষা (গ) ব্যবসা-বানিজ্য (ঘ) আইন-শৃংখলা বাহিনি
৭৫। বাংলাদেশে কোন শতকে অবশ্যই ডিজিটাল প্রকাশনার শতক হবে বাংলাদেশেও?
(ক) বিশ শতক (খ) একুশ শতক (গ) বাইশ শতক (ঘ) তেইশ শতক
৭৬। অধিকাংশ এলাকায় মাল্টিমিডিয়া জুড়ে রয়েছে।
(ক) ঢাকা শহরের (খ) মফস্বল শহরে (গ) সিনেমায় (ঘ) বিনোদনে
৭৭। কোথায় মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপক?
(ক) কম্পিউটার গেমস (খ) সিনেমাতে (গ) গ্রাফিক্সে (ঘ) রিয়েলিটি শোতে
৭৮। এনিমেশন ও এক ধরনের-
(ক) চিত্র (খ) গ্রাফিক্স (গ) ত্রিমাত্রিক মুভি (ঘ) ভিডিও গেমস
৭৯। যিনি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও এনিমেশন ইত্যাদি নিয়ে কাজ করেন তিনিই-
(ক) দক্ষ ডিজাইনার (খ) মাল্টিমিডিয়া কনটেন্স ডেভেলপার (গ) ওয়েব ডেভেলপরা (ঘ) ওয়েব ডিজাইনার
৮০। আগামী দিনগুলোতে মাল্টিমিডিয়া প্রোগ্রামের চাহিদা এবং সংখ্যা কোনটাই-
(ক) কম হবে না (খ) কাজে আসবে না (গ) প্রয়োজন নাই (ঘ) যুক্তিযুক্ত নয়
৮১। বিজনেস সফট্ওয়্যা ও সার্ভিসেস-এর পাশাপাশি মাল্টিমিডিয়া কনটেন্টস ডেভেলপ করা ও প্রোগ্রামিং করতে পারা লোকের চাহিদা ব্যাপকভাবে-
(ক) হ্রাস পাচ্ছে (খ) বাড়ছে (গ) কমে যাচ্ছে (ঘ) বৃদ্ধিপাচ্ছে
৮২। তথ্য বিনিময় এবং তথ্যের প্রবাহ অবারিত করে মানবতার কল্যাণ নিশ্চিত করা যুগ হচ্ছে-
(ক) বর্তমান সময় (খ) ভবিষ্যত সময় (গ) বিংশ শতাব্দিতে (ঘ) একবিংশ শতাব্দি
৮৩। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয়-
(ক) স্লাইড (খ) লেআউট (গ) হ্যান্ড আউটস (ঘ) ডকুমেন্টস।
৮৪। পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার জন্য খসড়া করে নিতে হয়। এই খসড়াকে বলা হয়-
(ক) স্লাইড (খ) লেআউট (গ) স্লাইড লেআউট (ঘ) ডকুমেন্টস।
৮৫। বাংলায় টাইপ করার জন্য কীবোর্ডকে-
(ক) বাংলায় রূপান্তরিত করে নিতে হবে (খ) কী বোর্ড পরিবর্তন করে নিতে হবে (গ) ইন্সটল করে নিতে হবে (ঘ) পরিষ্কার করে নিতে হবে
৮৬। ফাইল মেনু থেকে ঝধাব কমান্ড দিলে কোন ডায়লগ বক্স আসবে?
(K)
Sava As (খ) As Save (গ) File Save (ঘ) Save File
৮৭। Slide G Image সংযুক্ত করার জন্য -
(K)
Insert > Picture > Insert Picture (খ) Insert
Picture (গ) Edit > Picture (ঘ) Edit > Insert > Picture
৮৮। স্লাইড প্রদর্শন করার জন্য কী বোর্ড এর F5 বোতাম Press করতে হয়। F5 বোতাম প্রেস করলে কোন
স্লাইডটি প্রদর্শিত হবে-
(ক) প্রথম স্লাইড (খ) ২য় স্লাইড (গ) ৩য় স্লাইড (ঘ) ৪র্থ স্লাইড
৮৯। সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র হলো-
(ক) কম্পিউটার (খ) স্মার্টফোন (গ) ট্যাবলেট (ঘ) ল্যাপটপ
৯০। গেমসগুলোতে কি ব্যবহারের ফলে প্রকৃত অর্থে বাস্তবতা (জবধষরঃু) ছোয়া পেতে শুরু করেছে।
(ক) কম্পিউটার (খ) মাল্টিমিডিয়া (গ) এনিমেশন (ঘ) থ্রিডি স্টুডিও ম্যাক্স
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন