
১। টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
(ক) কম্পিউটার
বেশি স্লো হয়ে যায়
(খ)
কম্পিউটারের গতি বেড়ে যায়।
(গ) এন্টিভাইরাস কাজ
করে না
(ঘ)
ইন্টারনেটে প্রবেশ করা যায়
না
২। Virus শব্দের
মানে হলো-
(ক) Vital
Information and Resources Under Siege
(খ)
Very Intelligent transfer
Align
(গ)
Virtual Rules
(ঘ) Vital International resource Under Siege
৩। কোন ভাইরাস ডিস্কের
বুট সেক্টরকে আক্রমণ করে।
(ক) বুট
ভাইরাস (খ) সিআইএইচ (গ)
ভিয়েনা (ঘ)
রুটকিট
৪। কম্পিউটার বা আইসিটি যন্ত্রের
ভাইরাসের প্রতিষেধক হলো-
(ক) এন্টিক্যাপসুল
(খ) এন্টিহিস্টামিন
(ঘ) এন্টিভাইরাস (ঘ)
এন্টিসিকিউরিটি
৫। আইসিটির এ যুগে আমাদের
গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত ও
সফ্টওয়্যার নিরাত্তায়
এক ধরনের তালা দিতে
হয়।
এ তালার নাম-
(ক) এন্টিলক
(খ) সিকিউরিটি লক (গ) পাসওয়ার্ড (ঘ) ক্যাপ্চটা
নিচের
অনুচ্ছেদটি পড়ে ৬ ও
৭ নম্বর প্রশ্নের উত্তর
দাও:
রুম্মান
দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার
হঠাৎ বন্ধ হয়ে যায়
আবার চালু হয়।
আরও লক্ষ করলেন কম্পিউটারটির
কাজের গতিও কমে গেছে। তার
মনে পড়লো রবিন এর
পেনড্রাইভ থেকে একটি গান
কপি করার পর থেকে
এটা শুরু হয়েছে।
৬। কম্পিউটারের এ অবস্থার জন্য
কোনটি দায়ী হতে পারে?
ক.
অপারেটিং সিস্টেম সফটওয়্যার খ. ভাইরাস
সফটওয়্যার
গ.
ইউটিলিটি সফটওয়্যার ঘ. এন্টিভাইরাস সফটওয়্যার
৭। এর ফলে রুম্মানের
কম্পিউটারে-
i.
অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন
করতে পারে
ii.
রাখা ফাইলগুলোর আকার
বেড়ে যেতে পারে
iii.
মেমোরি
কম দেখাতে পারে
নিচের
কোনটি সঠিক?
ক.
i ও ii খ.
i ও iii গ. ii ও
iii ঘ. i,
ii ও iii
৮। কতসালে কম্পিউটার ভাইরাস
এর নামকরণ করা হয়।
(ক)
১৯৮২ (খ) ১৯৮০ (গ)
২০০০ (ঘ) ২০০৪
১০। কোন আইন সৃজনশীল
কর্মেরস্রষ্টকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার
সৃষ্টকর্মের ওপর ‘মালিকানা’ বা
স্বত্বাধিকার দেয়।
(ক) আইসিটি আইন
২০১৬ (খ) কপিরাইট
আইন
(গ) দ্রুতবিচার ট্রাইবুনাল
আইন (ঘ) মানবাধিকার আইন
১১। পার্সোনাল
কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি ১০ জনের
মধ্যে ৭ জনই-
(খ) পাইরেসিমুক্ত (খ) পাইরেসিযুক্ত
(গ) অভিজ্ঞ (ঘ) অনভিজ্ঞ
১২। ট্রাবলশুটিং হচ্ছে-
(ক) সমস্যার
উৎস বা উৎপত্তিস্থল
নির্ণয়ের প্রক্রিয়া-
(খ)
শুটিং শেখা (গ)
শুটকরা (ঘ)
অলিম্পিক শুটিং গেইম
১৩। মাদকের ন্যায় আসক্তি
হতে পারে-
(ক) বইপড়ায় (খ) সামাজিক
যোগাযোগ সাইটে (গ)
গেইম খেলায় (ঘ) সিনেমা দেথায়
১৪। আসক্তি বলে একটা
-
(ক) ভীতিকর
শব্দ আছে
(খ) সুন্দর শব্দ আছে (গ)
অপশন আছে (ঘ) কমান্ড আছে
১৫। কোন ভাইরাস কম্পিউটার
বুট সেক্টর কে আক্রমন
করে?
(ক) বুট
ভাইরাস (খ)
সি ভাইরাস (গ)
ট্রাজন হর্স (ঘ) বুট কিলিং
১৬। কোন ফাইল ব্যবহারের
আগে অবশ্যই ভাইরাস চেক
করে নিতে হয়ে।
(ক) গেম
ফাইল (খ)
ওয়ার্ড ফাইল (গ)
ডেটাবেজ ফাইল (ঘ) ফটোশপ ফাইল
১৭। বাংলাদেশে কত সালে তথ্য
অধিকার আইন চালু হয়েছে-
(ক) ২০০৯ (খ)
২০১০ (গ)
২০১১ (ঘ)
২০১২
১৮। ট্রাবলশুটিং হচ্ছে-
(ক) সমস্যার
উৎস বা উৎপত্তিস্থল
নির্ণয়ের প্রক্রিয়া (খ) শুটিং করা
(গ) সমস্যার সমাধান
করা (ঘ) ট্রেনিং করা
১৯। সিডি, ডিভিডি বা
পেন ড্রাইভ থেকে সফ্টওয়্যার
ইনস্টল করতে গেলে কোন
প্রোগ্রামটি প্রথমে চালু হয়?
(ক) সেটআপ (খ)
অটোরান
(গ)
রিডমি (ঘ) রিস্ট্যার্ট
২০।
কোনটি
আধুনিক পৃথিবীর সম্পদ?
(ক) তথ্য (খ) উপাত্ত (গ)
কম্পিউটার (ঘ) ইন্টারনেট
২১। সফ্টওয়্যার ইন্সটল করতে হলে
অবশ্যই দেখতে হবে-
i.
হার্ডওয়্যার
সেটিকে সাপোর্ট করে কিনা
ii.
এন্টিভাইরাস
সফ্টওয়্যারটি বন্ধ করা হয়েছে
কিনা
iii.
এডমিনিস্ট্রেটরের
অনুমতি আছে কিনা
নিচের
কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও
iii (গ) ii ও
iii (ঘ) i,
ii ও iii
২২। CMOS
এর পূর্ণরুপ কি?
(ক)
Complementary Metal-Oxide Semiconductor
(খ) Computer
Motherboard Operating System
(গ) Complementary
Metal Operating System
(ঘ)
Computer
Metal Oxide Semiconductor
২৩। কম্পিউটারের গায়ে তথা মেটাল
অংশে স্পর্শ করলে যদি
শক্ করে তাহলে বুঝতে
হবে কম্পিউটারটি-
(ক)
ভাইরাসে আক্রান্ত (খ)
কম্পিউটারটি নষ্ট (গ)
আর্থিং করা নাই (ঘ)
ইউপিএস নাই
২৪। ইদানীং কি ব্যবহার
করা ছাড়া আইসিটি যন্ত্রের
ব্যবহার কল্পনা করা যায়
না।
(ক) পাওয়ার ব্যাংক
(খ) চার্জার (গ)
মোবাইল
(ঘ) ইন্টারনেট
২৫। কি ব্যবহার করলে
ইন্টারনেটে ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক
কুকিজ ও টেম্পোরারি ফাইল
জমা হয়।
(ক) পেনড্রাইভ (খ) মেমোরীকার্ড (গ) ইন্টারনেট (ঘ)
ওয়াইফাই
২৬। এন্টিভাইরাস, এন্টি স্পাইওয়্যার ও
এন্টি ম্যালওয়্যার ছাড়া বর্তমানে আইসিটি
ডিভাইস ব্যবহার করা -
(ক) সহজ (খ) ঝুকিপূর্ণ (গ)
ক্ষতিকর (ঘ)
আধূনিকতা
২৭। কি ছাড়া আইসিটি
যন্ত্র ব্যবহার করা অত্যান্ত ঝুঁকিপূর্ণ।
(ক) ইউপিএস (খ) আইপিএস
(গ) হালনাগাদ
এন্টিভাইরাস (ঘ) ওয়াইফাই
২৮। কম্পিউটারের কাজ করার গতি
বজায় রাখার জন্য প্রায়
সব ব্যবহারকারী কী ব্যবহার করে
থাকে?
(ক) এন্টিভাইরাস (খ) ম্যালওয়্যার
(গ) ডিস্ক
ক্লিনআপ ও ডিস্ক
ডিফ্যাগমেন্টার (ঘ)
ট্রাবলশুটিং
২৯। আইসিটি যন্ত্রগুলো কোন
মাধ্যমে পারিচালিত হয়?
(ক) ইলেক্ট্রনিক্স এর
মাধ্যমে (খ)
ইউপিএস এর মাধ্যমে
(গ) সফ্টওয়্যারের
মাধ্যমে (ঘ)
পাওয়ার ব্যাংক এর মাধ্যমে
৩০। কোন সফ্টওয়্যার ইনস্টল
করার প্রক্রিয়া একটু জটিল?
(ক) ফটোশপ (খ) অফিস ২০০৭ (গ)
অপারেটিং সিস্টেম
(ঘ) কোরেল ড্রো
৩১। কম্পিউটার বা আইসিটি যন্ত্র
ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ:
i.
প্রোগ্রাম
ও ফাইল ওপেন করতে
স্বাভাবিক সময়ের চেয়ে বেশি
সময় লাগছে
ii.
মেমোরি
কম দেখাচ্ছে ফলে গতি কম
দেখাচ্ছে
iii.
নতুন
প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে বেশি সময় লাগছে
নিচের
কোনটি সঠিক?
(ক)
i ও ii (খ) i ও
iii (গ) ii ও
iii (ঘ) i,
ii ও iii
৩২। এন্টিভাইরাস সফ্টওয়্যার সব সময়-
(ক) হালনাগাদ
রাখতে হবে (খ)
পরিষ্কার রাখতে হবে
(গ)
চালু রাখতে হবে (ঘ) ডেস্কটপে রাখতে
হবে
৩৩। বেশিরভাগ মানুষ কোন ধরনের
পাসওয়ার্ড তৈরি করে-
(ক)123456 বা 654321 বা abcdef (খ) ABCDEF / 123456789
(গ)Amar
Sonar Bangla (ঘ)A@#B
৩৪। তথ্য-উপাত্তের দিকটি
বিবেচনায় নিলে কোন ধরনের
পাসওয়ার্ড তৈরি করা অত্যান্ত
গুরুত্বপূর্ণ।
(ক) unque বা মৌলিক (খ) জটিল প্রকৃতির (গ)
সরল বা যৌগিক (ঘ) নিউমেরিক
৩৫। দুর্বল পাসওয়ার্ডের কারণে-
(ক) মনিটর নষ্ট
হয়ে যেতে পারে (খ) সিপিইউ কুলিং
ফ্যান এর গতি কমে
যেতে পারে
(গ) ভাইরাস
সহজেই আক্রমণ করতে
পারে
(ঘ) কম্পিউটার বন্ধ হয়ে যেতে
পারে
৩৬। আামদের দৈনন্দিন জীবনে
তথ্যপ্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত-
(ক) কমে যাচ্ছে (খ)
বেড়েই চলেছে (গ) বন্ধ হয়ে
যাচ্ছে (ঘ)
থমকে যাচ্ছে।
৩৭। যখনই কোন কম্পিউটার
বা মোবাইল ডিভাইস অনলাইনে
যুক্ত থাকে তখনই এর-
(ক) কার্যক্রম শুরু
হয় (খ) নিরাপত্তা
ঝুঁকি তৈরি হয়
(গ) ফাইল ডিলিট
হয়ে যায় (ঘ)
ফেসবুকে যুক্ত হয়।
৩৮। আসক্তি বলে ভীতিকর
একটি-
(ক) মানুষ আছে (খ)
সিনেমা আছে (গ)
শব্দ আছে (ঘ) ভাইরাস
আছে
৩৯। একজন মানুষ টানা
পঞ্চাশ ঘন্টা কম্পিউটার গেম
খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। সেই
মানুষটি কোন দেশের?
(ক) বাংলাদেশ (খ) ভারত
(গ) চীন (ঘ) কোরিয়া
৪০। এক দম্পতি গেম
খেলার অর্থ জোগার করার
জন্য নিজের শিশু সন্তান
কে বিক্রি করে দিয়েছিল। সেই
দম্পত্তি কোন দেশের অধিবাসি?
(ক) চীন (খ)
জাপান (গ)
বাংলাদেশ (ঘ)
পাকিস্তান
৪১। কম্পিউটার গেম এক ধরনের-
(ক) নেশা (খ) খেলা (গ)
বিনোদন (ঘ)
সিনেমাটিক ভিডিও
৪২। তথ্য অধিকার আইনে
কত তম ধারায় ২০টি
বিষয়কে এই আইনের আওতামুক্ত
রাখা হয়েছে-
(ক) ৭ম (খ)
৮ম (গ)
৯ম (ঘ)
১০ম
৪৩। ট্রাবলশুটিং হচ্ছে -
(ক) সমস্যার
উৎস বা উৎপত্তিস্থল
নির্ণয়ের প্রক্রিয়া (খ)
শুটিং করা
(গ) কম্পিউটারে গেম
খেলার আগে প্রাকটিস করা (ঘ)
কম্পিউটারে ভাইরাস মুক্ত করা
৪৪। ইলেক্ট্রনিক যন্ত্র ব্যবহার করবে
অথচ কখনো সেটি বিগড়ে
যায়নি বা ব্যবহারের ক্ষেত্রে
সমস্যা তৈরি করেনি এমন
অভিজ্ঞতার মানুষ পৃথিবীতে-
(ক) কম (খ)
বিরল
(গ)
বেশি (ঘ) নাই
৪৫। মূলত ট্রাবলশুটিং হচ্ছে
এমন কিছু যা, একটি-
(ক) নির্দিষ্ট
সীমার মধ্যে থেকে
করতে হয় (খ) সফ্টওয়্যার
চালানো শেখায়
(গ) কম্পিউটারের
গেম খেলা শেখায় (ঘ) পাসওয়ার্ড, ব্যবহার
কারীর নিরাপত্তা দেয়
৪৬। Out
of memory or Not enough Memory মেসেজ
দেখায়-
(ক) কম্পিউটারের
অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল
করতে গিয়ে (খ) ভাইরাস আক্রান্ত
হলে
(গ) গেম খেলার
সময়
(ঘ) মুভি দেখার সময়
৪৭। সব মানুষের ভেতরই
নিজেকে প্রকাশর করার একটি ব্যাপার
রয়েছে কিংবা নিজেকে নিয়ে
মুগ্ধ থাকার এক ধরনের
সুপ্ত আকাঙ্কা থাকে, সেটাকে মনোবিজ্ঞানের
ভাষায় বলে-
(ক) Narcissism (খ) Narcissisms
(গ) Marcissism (ঘ) Patriotism
৪৮। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগলপ্লাস এগুলো সবই-
(ক) সামাজিক
যোগাযোগ মাধ্যম (খ) ইন্টারনেট ভিত্তিক
গেম
(গ) ব্রাউজার
(ঘ) ভিডিওকলিং সিস্টেম
৪৯। মোবাইলে ফেসবুক/ই-মেইল
ব্যবহার করার পর প্রতিবারই-
(ক) বন্ধ করা (খ)
লগআউট করা (গ)
লগইন করা (ঘ) চেক করা
৫০। স্কুল, সাইবার ক্যাফেতে
ইন্টারনেট ব্যবহার করার পর -
(ক) সাইন
আউট করা
(খ)
রিফ্রেশ করা
(গ) ভাইরাস ক্লিন
করা
(ঘ)
কম্পিউটার রির্স্টাট করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন