চতুর্থ অধ্যায়

__________________________________________________________________________________________________________________________________________


১.     কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন?
        ক. নান্দনিকতার জন্য          খ. বারবার ব্যবহারের জন্য   
        গ. পুনর্বিন্যাস করার জন্য      ঘ. কপি সুবিধার জন্য

২.     কোনো ডকুমেন্ট প্রমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়?
        ক. নিউ     খ. ওপেন     গ. সেইভ   ঘ. সেইভ এজ

৩.     স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে -
         i. লেখালেখি করা সহজ
         ii. সূত্র ব্যবহার করা যায়
         iii. উপাত্ত বিন্যাস করা যায়
নিচের কোনটি সঠিক?

        ক. i ও ii                 খ. i ও iii                 গ. ii ও iii          ঘ. i, ii ও iii

৪।    Home মেনুর কোন অপশনে ক্লিক করলে ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়লগ বক্স আসবে?
       (ক) সার্চ    (খ) ফাইন্ড       (গ) রিপ্লেস    (ঘ) ফাইন্ড সার্চ

নিচের উদ্দীপকটি পড় ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।
রিনুক শখের বসে প্রকৃতি নিয়ে পত্রিকায় লেখালেখি করে। মাঝে মাঝে তার লেখার সাথে ফুল পাখি বা নদীর ছবি দিতে হয়। সে পেশাগত জীবনে একজন হিসাবরক্ষক কর্মকর্তা। সেখানে তাকে কর্মচারীদের বেতনের হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয়।

৫।    রিনুককে তার শখের কাজে কোন সফ্টওয়্যর ব্যবহার করতে হয়?
        (ক) ওয়ার্ড প্রসেসর        (খ) স্প্রেডশিট       (গ) গ্রাফিক্স        (ঘ) ডাটাবেজ

৬।    রিনুককে তার পেশাগত কাজে-
        i.    টেমপ্লেট ব্যবহার করতে হয়
        ii.    সূত্র ব্যবহার করতে হয়
        iii.    উপাত্ত বিন্যাস করতে হয়

নিচের কোনটি সঠিক?
         (ক) i ও ii        (খ) i ও iii    (গ) ii ও iii        (ঘ) i , ii ওiii

৭।     কোন ট্যাব থেকে ইচ্ছেমতো বিভিন্ন স্টাইলের লেখা যোগ করা যায়-
        (ক) হোম              (খ) ভিউ            (গ) ইনসার্            (ঘ) এ্যডইন

৮।    স্পেডশিটে ভাগ করার কাজটিও কি দিয়ে করতে হয়?
         (ক) সূত্রদিয়ে    (খ) কীবোর্ড দিয়ে    (গ) মাউস দিয়ে    (ঘ) কীবোর্ড ও মাউস উভয় দিয়ে

৯।   কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কীবোর্ড এর কোন কমান্ড ব্যবহার করতে হয়?
         (ক) Ctrl S        (খ) Ctrl D   (গ) Ctrl Shift S        (ঘ) Ctrl Save

১০।   স্প্রেডশিটে সূত্রলেখার সময় কোন চিহ্ন দিয়ে শুরু করতে হয়?
         (ক) =        (খ) +    (গ) -        (ঘ) /=

১১।   ডকুমেন্ট প্রস্তুত করার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এর
         (ক) বানান সংশোধন করা   (খ) প্রতিটি পৃষ্ঠায় নম্বর দেওয়া      (গ) লেখা ছোট বড় করা   (ঘ) কাট কপি করা

১২।    মানুষের মনের ভাব প্রকাশ করার একটি মাধ্যম হলো-
         (ক) কথা বলা    (খ) ছবি আঁকা    (গ) লেখালেখি করা    (ঘ) ইশারায় কথা বলা

১৩।   আমাদের প্রয়োজনে আমাদেরকে নানারকমের-
         (ক) লেখালেখি করতে হয়    (খ) ছবি আঁকতে হয়   (গ) কথা বলতে হয়        (ঘ) অভিনয় করতে হয়

১৪।   তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে লেখালেখি ও বিভিন্ন কাহগুলো করার জন্য এখন আমাদের হাতের
         নাগালে রয়েছে অনেক ধরনের-
         (ক) কম্পিউটার    (খ) সফ্টওয়্যার    (গ) ট্যাব        (ঘ) স্মার্টফোন

১৫।    নিচের কোনটি লেখালেখি করার সফ্টওয়্যার-?
         (ক) ওয়ার্ডপ্রসেসর        (খ) বিজয়     (গ) সুতন্বি        (ঘ) কোয়ার্কপ্রেস

১৬।    নিচের কোনটি হিসাব নিকাশ করার সফ্টওয়্যার-?
          (ক) স্প্রেডশিট         (খ) মাইক্রোসফ্ট ওয়ার্ড             (গ) ইলাস্ট্রেটর        (ঘ) ক্যালসিট্যাব

১৭।    কোনোকিছু লেখার কাজ হলো কল্পনার জগৎকে-
         (ক) কাগজে নিয়ে আসা    (খ) বাস্তবে নিয়ে আসা    (গ) কম্পিউটারে নিয়ে আসা    (ঘ) কাল্পনিক রুপদান করা

১৮।    ওয়ার্ড ২০০৭ চালু করার পরে একটি উইনডো খুলবে। এ উইন্ডোর উপরের বাম দিকে কোনায় একটি আইকোন আছে, সেই আইকোনটি নাম কি?
    (ক) অফিস বাটন        (খ) সেভ বাটন    (গ) কাট,কপি, পেস্ট বাটন    (ঘ) ক্লোজ বাটন

১৯।    ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার জন্য -
          (ক)   New বাটনে ক্লিক করতে হবে
          (গ) New-Open-New  বাটনে ক্লিক করতে হবে
          (গ) New Blank বাটনে ক্লিক করতে হবে
          (ঘ) Blank Document ক্লিক করতে হবে

২০।    ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের-
          (ক) অক্ষর রয়েছে        (খ) ফিচার রয়েছে    (গ) কমান্ড রয়েছে        (ঘ) আইকোন রয়েছে

২১।    কোন ট্যাবে প্যারাগ্রাফ গ্রæপে বুলেট ও নম্বরের আইকোন কমান্ড পাওয়া যায়।
         (ক) হোম ট্যাবে        (খ) ভিউ ট্যাবে          (গ) ইনসার্ট ট্যাবে        (ঘ) অ্যাড-ইনস ট্যাবে

২২।    ডকুমেন্টে কোনো টেবিল, ছবি, ক্লিপ আর্ট, বিভিন্ন আকার-আকৃতি, চার্ট টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট যোগ করতে
          কোন ট্যাব ব্যবহার করতে হবে-
          (ক) ইনসার্ট ট্যাব        (খ) ভিউ ট্যাব   (গ) হোম ট্যাব        (ঘ) মেইলিং ট্যাব

২৩।    ডকুমেন্টে লেখার সাথে ছবি সংযোজন করে ডকুমেন্টকে আরো আকর্ষনীয় করে তোলা যায়, ছবি সংযোজন
          করার জন্য কোন ট্যাব ক্লিক করতে হবে-
          (ক) ইনসার্ট-পিকচার    (খ) হোম-পিকচার    (গ) ভিউ-পিকচার        (ঘ) অ্যাড-ইনস- পিকচার

২৪।   কোন ট্যাব থেকে ইচ্ছা করলে বিভিন্ন স্টাইলের লেখা যোগ করা যায়?
         (ক) ইনসার্ট        (খ) ভিউ       (গ) হোম            (ঘ) অ্যাড-ইনস্

২৫।    ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হবে?
         (ক) রিবনের পেইজ লেআইট ট্যাব     (খ) হোম ট্যাব    (গ) ইনসার্ট- পেইজ লেআউট ট্যাব    (ঘ) পেইজ রিভিউ ট্যাব

২৬।    ডকুমেন্ট প্রস্তুত করার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এর প্রতিটি পৃষ্ঠায়-
         (ক) বানান সংশোধন করা      (খ) পৃষ্ঠা নম্বর দেয়া          (গ) ফরমেটিং করা    (ঘ) ছবি সংযোজন করা

২৭।    কোন সফ্টওয়্যারে একটি বড় সুবিধা বানান সংশোধন করা-
         (ক) ওয়ার্ড প্রসেসিং         (খ) স্প্রেডশিট এ্যানালাইসিস     (গ) ডেটাবেজ        (ঘ) পাওয়ার পয়েন্ট

২৮।    স্প্রেডশিট হচ্ছে একধরনের-
         (ক) অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার    (খ) ডেটাবেজ সফ্টওয়্যার    (গ) ছবি আঁকার সফ্টওয়্যার    (ঘ) প্রেজেন্টেশন সফ্টওয়্যার

২৯।    স্প্রেডশিটে যোগ, বিয়োগ, গুন , ভাগ করার জন্য সুত্র লিখতে হয়ে। সুত্র সব সময় একটি চিহ্ন দিয়ে শুরু করতে
          হয়, এই চিহ্ন কোনটি?
          (ক)     +    (খ) -    (গ) =        (ঘ) /

৩০।    স্প্রেডশিটে গুন করার প্রক্রিয়া কয় ধরনের?
          (ক) ২    (খ) ৩    (গ) ৪    (ঘ) ৫

৩১।    সাধারণভাবে সেলে সুত্র লিখে এন্টার দিলে কি পাওয়া যায়?
          (ক) ফলাফল    (খ) সূত্র    (গ) প্রিন্ট    কপি    (ঘ) ফর্মূলা বার

৩২।    স্প্রেডশিটে ভাগ করার কাজটিও করতে হয়-
          (ক) সূত্র দিয়ে    (খ) কী বোর্ড দিয়ে      (গ) মাউস দিয়ে    (ঘ) ক্যালকুলেটর দিয়ে

৩৩।    নিম্নের ওয়ার্কশিটে Samanta এর সঠিক সেল অ্যাড্রেস কোনটি?




          (ক) B3             (খ) 3B              (গ) ABC 3            (ঘ) 3 ABC


৩৪।    আকর্ষণীয় ভাবে চার্ট, গ্রাফ তৈরি করার জন্য নির্ভরযোগ্য সফ্টওয়্যার কোনটি?
           (ক) মাইক্রোসফ্ট ওয়ার্ড    (খ) স্প্রেডশিট   (গ) কোয়ার্ক এক্সপ্রেস    (ঘ) ডেটাবেইজ

৩৫।     স্প্রেডশিট সফ্টওয়্যার এ কি থাকার কারণে উপাত্ত শ্রেণিকরণ সহজ হয়?
           (ক) কলাম ও সারি        (খ) টুলবার    (গ) ফর্মুলাবার        (ঘ) সেল

৩৬।    নিচের কোন সফ্টওয়্যার টি যে কোন ধরনের হিসাবের জন্য সুবিধাজনক?
           (ক) কোয়ার্ক এক্সপ্রেস    (খ) ইলাস্ট্রেটর        (গ) ক্যালসিট্যাব        (ঘ) স্প্রেডশিট

৩৭।    ওয়ার্ডপ্রসেসর এর কোন আইকোন ক্লিক করলে মার্জিন নির্ধারণের বিভিন্ন অপশন দেখাবে।
            (ক) মার্জিন আইকোন    (খ) পেইজ লেআউট
            (গ) রিবন                   (ঘ) ভিউ আইকোন

৩৮।    ওয়ার্ড ডকুমেন্টে টেবিলে সারণি যোগ করার জন্য-
    
           (ক) Insert tab Click > Table Click > Insert table Click > Select Row & Column > Ok Button Click
(খ) View tab Click > Table Click > Insert table Click > Select Row & Column > Ok Button Click
(গ) Table Click > Insert table Click > Select Row & Column > Ok Button Click
(ঘ) Insert tab Click > Select Row & Column > Table Click > Ok Button Click


৩৯।    ওয়ার্ড ডকুমেন্টে লাইনের ব্যবধান-
          (ক) দুটি লাইনের মধ্যবর্তী দুরত্ব নির্ধারণ
          (খ) দুটি লাইনের সম্পর্ক নির্ধারণ
          (গ) দুটি লাইন একত্রে করা
          (ঘ) দুটি লাইন মুছে ফেলা

৪০।    ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখালেখি করতে শিখে গেছো। এ লেখাগুলোকে একটু বড়, ছোট, সাজিয়ে - গুছিয়ে
          উপস্থাপন করতে হয়। এ কাজগুলো কে বলে-
          (ক) ফরমেটিং        (খ) প্রিন্টিং        (গ) প্রসেস        (ঘ) এডিটিং

1 টি মন্তব্য: