_________________________________________________________________________________________________________________________________________________
১। কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্টে অল্প সময়ে শব্দ খোঁজা যায় এবং প্রতিস্থাপন করা যায় ?
(ক) কাট এন্ড কপি (ঘ) সার্চ (গ) ফাইন্ড-রিপ্লেস (ঘ) সার্চ পেস্ট
২। ডিজিটাল কনটেন্ট হলো-
i. ই-বুক, বøগপোস্ট ও ই নিবন্ধ
ii. ইনফো গ্রাফিকস ও এ্যানিমেটেড ছবি
iii. অডিও ও ভিডিও স্ট্রিমিং
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩। ডিজিটাল কন্টেনকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
(ক) ২ (ক) ৩ (গ) ৪ (ঘ) ৫
৪। একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়।
(ক) সেইভ (খ) সেইভ এজ (গ) স্টোর (ঘ) স্টোরেজ
৫। ফ্রিল্যান্সের কাজ করার জন্য প্রয়োজন হয়
(ক) ধৈর্যের (খ) অর্থের (গ) সময় (ঘ) মোবাইল
৬ । ওয়েব সাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন?
(ক) ডেস্কটপ পিসি (খ) ট্যাবলেট পিসি (গ) স্মার্টফোন (ঘ) ইন্টারনেট সংযোগ
৭। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কিসের ব্যবহার দিন দিন বেড়েই চলছে?
(ক) কম্পিউটারের (খ) মোবাইল ফোনের (গ) মাল্টিমিডিয়ার (ঘ) প্রজেক্টরের
৮। আমাদের প্রকাশনা এখনো -
(ক) কাগজনির্ভর (খ) বিদেশ নির্ভর (গ) মাল্টিমিডিয়া (ঘ) ডিজিটাল
৯। Home মেনুর কোন অপশনে ক্লিক করলে ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়লগ বক্স আসবে?
(ক) সার্চ (খ) ফাইন্ড (গ) রিপ্লেস (ঘ) ফাইন্ড সার্চ
১০। ডিজিটাল মাধ্যমে এখানো কোন তথ্যের পরিমাণই বেশি।
(ক) লিখিত (খ) মৌখিক (গ) গ্রাফিক্স (ঘ) ভিডিও
১১। ই-বুক বা ইলেক্ট্রনিক বুক বা এ-বই হলো মুদ্রিত বইয়ের-
(ক) ই-ভার্সন (খ) ইলেকট্রনিক রূপ (গ) কপি (ঘ) ডিজিটাল কপি
১২। ই-বুক কেবল কম্পিউটার বা বিশেষ ধরনের রিডার (ই-বুক রিডার) ব্যবহার করে পড়া যায়্ প্রচলিত
রিডারের মধ্যে অ্যামাজন ডটকমের কোনটি সবচেয়ে বেশি জনপ্রিয়?
(ক) কিন্ডল (খ) কিন্ডলস্ (গ) রিডার কিন্ডল (ঘ) ডিজিটাল রিডার কিন্ডল
১৩। ই-বুক ব্যবহারের সুবিধা-
i) ই-বুক সহজে স্থানান্তরযোগ্য
ii) ই-বুকে তথ্য অনুসন্ধান সহজতর
iii) ই-বুক সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য
নিচের কোনটি সঠিক?
(ক) i, (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii
১৪। ই-বুককে কয়টি ভাগে ভাগ করা যায়-
(ক) ২টি (খ) ৩টি (গ) ৪টি (ঘ) ৫টি
১৫। বর্তমানে ই-বুকের বিভিন্ন
(ক) ভার্সন দেখা যায় (খ) প্রকার ভেদ দেখা যায় (গ) সাইজ দেখা যায় (ঘ) রংয়ের কপি পাওয়া যায়
১৬। একজন শিক্ষক আসলে একটা-
(ক) প্রকৃত মানুষ (খ) স্বনাম ধন্য ব্যক্তি (গ) আলোক শিখার মতো (ঘ) সম্পদ
১৭। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষকও আসলে কাউকে কিছু-
(ক) দিতে পারেন না (খ) বলতে পারেন না (গ) শেখাতে পারেন না (ঘ) সাহায্য করতে পারেন না
১৮। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রোগ্রামিংয়ের সম্ভাবনার দ্বার দিন দিন-
(ক) কমে যাচ্ছে (খ) বাড়ছে (গ) উম্মোচিত হচ্ছে (ঘ) সংকুচিত হচ্ছে
১৯। মোবাইল ডিভাইসের মাধ্যমে মানুষের-
(ক) সাথে কথা বলা যাবে (খ) রোগ নির্ণয় করা যাবে (গ) ছবি তোলা যাবে (ঘ) টাকা পাঠানো যাবে
২০। বর্তমানে কোন সাইটে আমাদের দেশের ভালো প্রোগ্রামাররা দেশে বসেই গুগল, মাইক্রোসফ্ট, ইনটেল, ফেসবুকের
মতো বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোর কাজ করতে পারছেন।
(ক) শেয়ার মার্কেট (খ) ফ্রিল্যান্সিং (গ) ই-কর্মাস (ঘ) ই-জব
২১। ভালো প্রোগ্রামাররা ইচ্ছা করলে নিজেরাই-
(ক) ব্যবসা করতে পারেন
(খ) সফটওয়্যার ফার্ম খুলতে পারেন
(গ) কম্পিউটার শেখাতে পারেন
(ঘ) ইকর্মাস এ ব্যবসা করতে পারেন।
২২। পেশা হিসেবে প্রোগ্রামিংয়ের আলাদা একটি-
(ক) গুরুত্ব আছে (খ) বৈশিষ্ট আছে (গ) খারাপ দিক আছে (ঘ) ভাইরাস আছে
২৩। আমাদের দেশের কমীরা-
(ক) বিশ্বমানের (খ) দক্ষ (গ) অদক্ষ (ঘ) শিক্ষিত ও কর্মঠ
২৪। বাংলাদেশে তৈরি বিভিন্ন সফ্টওয়্যার, মোবাইল অ্যাপস কোথায় রপ্তানি হচ্ছে-
(ক) ঢাকায় (খ) বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে (গ) পৃথিবীর বিভিন্ন দেশে (ঘ) ভারতে
২৫। ক্যারিয়ার হিসেবে আইসিটির সম্ভাবনা অনেক
(ক) খারাপ (খ) কঠিন ও ব্যয়বহুল (গ) উজ্জল (ঘ) সুখবর
২৬। ভবিষ্যতে কি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয়।
(ক) মোবাইল (খ) ই-কমার্স (গ) আইসিটি (ঘ) কম্পিউটার
২৭। ইন্টারনেটে শিক্ষার একটা বিশাল জগৎ এখনো-
(ক) অন্ধকারে (খ) অনাবিষ্কৃত (গ) বন্ধ (ঘ) অনেক উম্মোক্ত
২৮। বাংলায় শিক্ষা দেয়ার জন্য কোথায় অত্যন্ত চমৎকার কিছু সাইট রয়েছে।
(ক) ইন্টারনেটে (খ) ঢাকা বিশ্ববিদ্যালয় (গ) বুয়েটে (ঘ) তথ্য অফিসে
২৯। লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও হতে পারে-
(ক) ডিজিটাল কনটেন্ট (খ) ডকুমেন্ট (গ) ডিজিটাল ডকুমেন্ট (ঘ) ডকুমেন্টরী
৩০। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোন তথ্য, ছবি, শব্দ কিংবা সবই-
(ক) ডকুমেন্টরী (খ) ই-বুক (গ) ডিজিটাল কনটেন্ট (ঘ) ওয়েব ডকুমেন্ট
৩১। ডিজিটাল কনটেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
(ক) ২ (খ) ৪ (গ) ৬ (ঘ) ৮
৩২। ডিজিটাল মাধ্যমে এখনো লিখিত তথ্যের পরিমাণ-
(ক) বেশি (খ) কম (গ) তুলনামূলক ভাবে কম (ঘ) অসংখ
৩৩। বর্তমানে মোবাইল ফোনে কি থাকায় ভিডিও কনটেন্টের পরিমাণ বাড়ছে।
(ক) উন্নত মানের ক্যামেরা (খ) ভিডিও ব্যবস্থা (গ) এফএমরেডিও (ঘ) স্মার্ট ওয়াচ
৩৪। ইন্টারনেটে সরাসরি যে ভিডিও প্রচারিত হয়ে থাকে তাকে কি বলে?
(ক) ভিডিও লাইভ (খ) ভিডিও স্ট্রিমিং (গ) ল্যাইভ ক্যাফে (ঘ) টকশো
৩৫। কোন বুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষনিকভাবে তথ্য পাওয়া সম্ভব।
(ক) ডিজিটাল বুক (খ) ই-বুক (গ) কারেন্ট অ্যাফেয়ার্স (ঘ) ইলেকট্রনিক্স বুক
৩৬। ব্যবহারিক ভাবে কি সংরক্ষণের জন্য কোন লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই।
(ক) ই-বুক (খ) ডিজিটাল ডিকশনারি (গ) ছবির অ্যালবাম (ঘ) দৈনিক পত্রিকা
৩৭। নিচের কোনটি সার্চ ইঞ্জিন?
(ক) গুগল (খ) মজিলা ফায়ার ফক্স (গ) ইন্টারনেট এক্সপ্লোরার (ঘ) অপেরা মিনি
৩৮। আমাদের সকল পাঠ্য বই এখন কোথায় পাওয়া যায়?
(ক) লাইব্রেরীতে (খ) ইন্টারনেটে (গ) দোকানে (ঘ) স্কুলের লাইব্রেরীতে
৩৯। তথ্য প্রযুক্তির প্রধান উপকরণটি বলা চলে-
(ক) কম্পিউটার (খ) মোবাইল ফোন (গ) ইন্টারনেট (ঘ) ট্যাবলেট পিসি
৪০। কিসের চাহিদা বর্তমানে অনেক বেশি।
(ক) প্রোগ্রামিংয়ের (খ) মোবাইল ফোনের (গ) 4G ইন্টারনেটের (ঘ) ল্যাপটপের
৪১। সবকিছুই এখন হচ্ছে-
(ক) কম্পিউটারাইজড (খ) ডিজিটালাইজড (গ) এনালগ (ঘ) মাল্টিমিডিয়া
৪২। আমাদের দেশের ভালো প্রোগ্রামাররা কোথায় বসেই গুগল, মাইক্রোসফ্ট, ইনটেল, ফেসবুকের মতো বিশ্বখ্যাত
কোম্পানিগুলোর কাজ করতে পারছেন।
(ক) অ্যামেরিকায় (খ) ফেসবুক অফিসে (গ) নিজদেশে (ঘ) সাইবার ক্যাফে
৪৩। কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সরাসরি বিশেবর নামকরা অনেক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান যেমন-
মাইক্রোসফ্ট, গুগল, ফেসবুক কোম্পানিতে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।
(ক) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (খ) বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে
(গ) ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয়ে (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
৪৪। ফ্রিল্যান্সের কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন হয় পাশাপাশি ভালো দক্ষতা থাকতে হবে---
(ক) ইংরেজি ভাষায় (খ) কাজে (গ) ছবি আঁকায় (ঘ) দ্রুত টাইপিংয়ে
৪৫। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। পরবর্তী কয় বছরের মধ্যে এর
চাহিদা দ্বিগুন হবে বলে অনেকেই মনে করছেন।
(ক) ২-৩ (খ) ৪-৫ (গ) ৬৭ (ঘ)১০-১২
৪৬। বর্তমানে কি ব্যবহার করা ছাড়া লেখাপড়া কঠিন-
(ক) খাতা-কলম (খ) ইন্টারনেট (গ) কম্পিউটার (ঘ) মোবাইল ও ইন্টারনেট
৪৭। কারা নিজেরাই বিভিন্ন দেশ থেকে ভালো ভালো প্রোগ্রামারকে খুঁজে বের করে নেয়।
(ক) সরকার (খ) বড় কোম্পানি (গ) বিভিন্ন সরকারি মন্ত্রনালয় (ঘ) বাংলাদেশ কম্পিউটার সমিতি
৪৮। পৃথিবীর অনেক লেখকই আজকাল তাদের বইগুলো সবার জন্য উম্মুক্ত করে দিতে শুরু করেছেন কোথায়-
(ক) পাবলিক লাইব্রেরিতে (খ) ইন্টারনেটে (গ) নিজ বাসায় (ঘ) দৃক গ্যালারিতে
৪৯। কোথায় পাঠ্য বই ছাড়াও আরো অনেক বই বিনামূল্যে পাওয়া যাবে-
(ক) পাবলিক লাইব্রেরিতে (খ) জাদুঘরে (গ) শিক্ষা অধিদপ্তরে (ঘ) ইন্টারনেটে
৫০। বাংলায় শিক্ষা দেয়ার জন্য কোথায় চমৎকার কিছু সাইট রয়েছে?
(ক) জাদুঘরে (খ) তথ্য মন্ত্রনালয় (গ) ইন্টারনেটে (ঘ) স্মার্ট ফোনে
ডিজিটাল মাধ্যমে কোন ধরনের তথ্যের পরিবেশন বেশী?
উত্তরমুছুন